ব্যাখ্যাঃ উদ্ভিদের পাতা হলদে হয়ে যাওয়ার প্রক্রিয়াকে ‘ক্লোরােসিস’ বলা হয়। নাইট্রোজেনের (N) অভাব হলে ক্লোরােফিল সৃষ্টিতে ব্যাঘাত ঘটে, ফলে উদ্ভিদের পাতা। হলদে হয়ে যায়। পটাশিয়ামের অভাবে পাতার শীর্ষ ও কিণারা হলুদ হয় এবং মৃত অঞ্চলের সৃষ্টি হয়। ফসফরাসের অভাবে পাতা বেগুনি রঙ ধারণ করে।